লিক হয়ে গেল গেমিং মোবাইল আসুস রগ ফোন ৩ এর স্পেসিফিকেশন!

মোবাইল লিক

চীনের নিয়ন্ত্রনে থাকা ওয়েবসাইট টিনা– তে লিক হয়ে গেল আসুস ব্রান্ড্রের নতুন গেমিং মোবাইল আসুস রগ ফোন ৩ এর স্পেসিফিকেশন। যেহেতু এটি একটি গেমিং মোবাইল তাই সবার ধারনা বর্তমানের সকল উন্নত টেকনোলজির হার্ডওয়ার এতে ব্যবহৃত হতে পারে। আর লিক হওয়া স্পেফিকেশন এমনটিই ইঙ্গিত দিচ্ছে।

এ বছরের শুরুতেও মোবাইলটি নিয়ে অনেক নিউজ বেরিয়েছিল যেখান থেকে আমরা জানতে পেরেছিলাম, এতে কোয়ালকমের স্নাপড্রাগন ৮৬৫ এসওসি ব্যবহৃত হবে। এছাড়া এটিতে গুগল স্টেডিয়া, অরা লাইটিং, রিফ্রেস রেট কন্ট্রোল, পারফরমেন্স বুস্ট ফিচারগুলো ব্যবহৃত হবে।

আসুস রগ ফোন ৩ স্পেসিফিকেশন (লিক থেকে)

টিনার লিক থেকে জানা যায় –

  • এর মডেল নাম্বার ‘ ASUS_I003DD’ হবে।
  • এটিতে ৬.৫৯ ইঞ্চির ফুল এইডি + এমোলেড ডিসপ্লে এবং রেজুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল থাকবে।
  • মোবাইলটি তিন রকমের র‍্যাম ৮জিবি, ১২জিবি, ১৬জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ১২৮জিবি, ২৫৬জিবি, ৫১২জিবি নিয়ে আসবে।
  • চিপ হিসেবে কোয়ালকমের ল্যাটেস্ট স্নাপড্রাগন ৮৬৫ এসওসি থাকবে।
  • এটিতে ডুয়াল ৫জি SA/NSA কানেকশন থাকবে।
  • রগ ফোন ২ এর মতো এতে অপটিকাল আনডার-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেনসর থাকবে।
  • এর ডিজাইন রগ ফোন ২ এর মতই হবে। এতে কোন নচ বা হোল পাঞ্চ থাকবে না।
  • মোবাইলটিতে ৩টি রিয়ার ক্যামেরা সেটাপ থাকবে যার মধ্যে প্রাইমারি ক্যামেরাতে ৬৪ মেগাপিক্সেল, সেকেন্ডারে ক্যামেরাতে ১৩ মেগাপিক্সেল আর থার্ড ক্যামেরাতে শুধুমাত্র বলা হয়েছে ৮X জুম সাপোর্ট করবে।
  • এটিতে একটি মাত্র টাইপ-সি পোর্ট, চার্জিং এবং অডিও পোর্ট হিসেবে ব্যবহৃত হবে। তবে এতে কোন হেডফোন থাকবে না।
  • রগ ফোন ২ এর মতো স্পিকার হিসেবে ‘sport dual front-facing speaker’ থাকবে।
  • ব্যাটারি হিসেবে থাকছে ৬০০০ mAh ব্যাটারি সাথে ৫০ ওয়াট ফাস্ট চাজিং টেকনোলজি সাপোর্ট।
  • এটিতে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহৃত হবে।

লিক অনুসারে মোবাইলটিতে যদি এই ফিচারগুলো ব্যবহৃত হয় তাহলে নিঃসন্দেহে বলা যায়, এটি পৃথিবীর সবথেকে দ্রুত এবং পাওয়ারফুল মোবাইল হবে।

আসুস রগ ফোন ৩ রিলিজ ডেট

আসুস তাদের এই নেক্সট জেনারেশন মোবাইলটির এখনো কোনো অফিশিয়াল রিলিজ ডেট অ্যানাউন্স করেনি । তবে ধারনা করা হচ্ছে এটা এবছরের জুলাই মাসের শেষের দিকে রিলিজ হতে পারে।

খুব ছোটবেলা থেকেই বিভিন্ন ইলেক্ট্রিক যন্ত্রপাতি খুটিয়ে দেখার শখ ছিল। এর জন্য অনেক বকাও খেয়েছি কিন্তু খুটিয়ে দেখার আনন্দের কাছে এটা কিছুই ছিল না। এভাবে আস্তে আস্তে টেকনোলজির সাথে খুব ভাল একটা সম্পর্ক গড়ে উঠে আর এই সম্পর্ক থেকে যা পেয়েছি, সেটা দিয়েই পূর্ণ করতে চলেছি টেকজাহাজকে। আশা করি আপনি আমার পাশে থাকবেন।