Toffee – ফ্রীতে অ্যাডবিহীন লাইভ টিভিসহ আরও কিছু

লাইভ টিভি দেখার জন্য বেস্ট অ্যাপ

লাইভ টিভি

অ্যান্ড্রয়েড মোবাইলে লাইভ টিভি দেখার জন্য অনেক রকম অ্যাপ রয়েছে। কিন্তু Toffee অ্যাপটি সেসকল অ্যাপ থেকে একটু হলেও ভিন্ন। কিভাবে ভিন্ন সেটাই আর্টিকেলটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো। প্রথমে বলা ভালো, অ্যাপটিকে ডেভেলপমেন্ট করেছে সিম কোম্পানি বাংলালিক লিমিটেড। আশা করি, অ্যাপটির ইন্টারফেস এবং পারফরমেন্স নিয়ে এখন আর কারোও সন্দেহ থাকার কথা না।

ফিচারসমূহ

প্রথমেই জেনে নেওয়া যাক, অ্যাপটিতে আমরা কি কি ফিচার দেখতে পাবো-

  • অ্যাপটিতে ৮৭ টি লাইভ টিভি চ্যানেল রয়েছে; পরবর্তীতে এই সংখ্যা বাড়তে পারে।
  • লাইভ টিভি চ্যানেলগুলো ক্যাটাগরি হিসেবে সাজানো হয়েছে যেখানে আপনি খেলাধুলা, খবর, মুভি, মিউজিক, টিভি সিরিয়াল, ধর্মীয় ইত্যাদি ক্যাটাগরির টিভি চ্যানেল দেখতে পাবেন।
  • লাইভ টিভি ছাড়াও অ্যাপটিতে আপনি বিভিন্ন মিউজিক ভিডিও, মুভি এবং নাটক দেখতে পাবেন।
  • যেকোন ভিডিওকে আপনার ফেবারিট ভিডিও হিসেবে ভিডিওগুলোর গ্রুপ বানাতে পারবেন।
  • আপনার যদি নিজস্ব কোন ভিডিও থাকে সেটা এই অ্যাপটিতে আপলোড করে টাকা উপার্জন করতে পারবেন।

সুবিধা ও অসুবিধা

প্রতেকটি জিনিসের যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। Toffee অ্যাপটিও এর ব্যতিক্রম নয়।

সুবিধা

  • অ্যাপটিকে বাংলালিক ডেভেলপমেন্ট করলেও বর্তমানে যেকোন সিম ব্যবহারকারীরা এটিকে ব্যবহার করতে পারবেন।
  • আপনি অ্যাপটিকে মোবাইল ডেটা ছাড়াও ওয়াই-ফাই দিয়ে ব্যবহার করতে পারবেন।
  • অ্যাপটিকে সম্পূর্ন অ্যাডবিহীন করে একটা নিট এন্ড ক্লিন ইন্টারফেস দেওয়া হয়েছে।
  • অ্যাপটিতে সাবক্রিপশন সুবিধা রয়েছে। তবে বর্তমানে অ্যাপটিকে সবার জন্য ফ্রী সাবক্রিপশেনে রাখা হয়েছে।

অসুবিধা

  • অ্যাপটিতে বর্তমানে আপনি যেসকল মুভি, মিউজিক ভিডিও এবং নাটক দেখতে পাবেন সেগুলো কেবল ইউটিউব চ্যানেল জি-সিরিজের কন্টেন্টগুলো।
  • পরবর্তীতে অ্যাপটির ফ্রি সাবক্রিপশন হয়ত আনলিমিটেড সময়ের জন্য নাও থাকতে পারে বা একটি নির্দিস্ট সিম ব্যবহারের সিমাবদ্ধতা থাকতে পারে।

পরবর্তীতে সুবিধা এবং অসুবিধার লিস্ট কমবে নাকি বাড়বে সেটা সময়ই বলে দিবে। সুবিধা দেখে নিশ্চই বুঝতে পারছেন কেন এই অ্যাপটি অন্য সকল অ্যাপ থেকে একটু হলেও ভিন্ন।

আরও পড়ুনঃ

Toffee ডাউনলোড এবং ইনস্টল

অ্যাপটিকে ইনস্টল করে ব্যবহার করার সময আপনাকে মোবাইল নাম্বার ব্যবহার করে অ্যাপটিতে লগিন করতে হবে।


Toffee অ্যাপটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এরকম আরও অ্যাপ সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন।

বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 😊।

খুব ছোটবেলা থেকেই বিভিন্ন ইলেক্ট্রিক যন্ত্রপাতি খুটিয়ে দেখার শখ ছিল। এর জন্য অনেক বকাও খেয়েছি কিন্তু খুটিয়ে দেখার আনন্দের কাছে এটা কিছুই ছিল না। এভাবে আস্তে আস্তে টেকনোলজির সাথে খুব ভাল একটা সম্পর্ক গড়ে উঠে আর এই সম্পর্ক থেকে যা পেয়েছি, সেটা দিয়েই পূর্ণ করতে চলেছি টেকজাহাজকে। আশা করি আপনি আমার পাশে থাকবেন।