কিভাবে সিমে অটোমেটিক টাকা কাটা বন্ধ করবেন?[সকল সিম]

অজান্তে সিমে টাকা কাটার দিন শেষ!

কিভাবে সিমে অটোমেটিক টাকা কাটা বন্ধ করবেন?[সকল সিম]

মাঝে মধ্যে মোবাইলের সিমকার্ড আমাদের অজান্তেই অটোমেটিক টাকা কাটতে থাকে। এটার মূল কারন হলো অনেক সময় আমরা না বুঝে বা অজান্তে মোবাইল সিমে কিছু সার্ভিস চালু করে ফেলি। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা এই সমস্যাটায় বেশি পড়েন। তখন যদি আপনি এই সমস্যাটি তাকে সমাধান করে দিতে পারেন তাহলে আপনি তার কাছে একজন ছোটখাটো মোবাইল ইঞ্জিনিয়ার হয়ে যাবেন 😉। আশা করি, এই উপাধি লাভ করার লোভ আপনি ভুলেও নষ্ট করবেন না। তাই আমি আপনার একজন শুভকাঙ্খি হয়ে আপনাকে আর্টিকেলটিতে সকল সিমের যত রকম সার্ভিস রয়েছে সেগুলো বন্ধ করার টিপস দিবো এবং এটা সম্পূর্ন ফ্রিতে।

এক নজরে আর্টিকেলের বিষয়বস্তু

গ্রামীনফোন

নিচের লিস্ট থেকে যে সার্ভিস বন্ধ করতে চান সেটার প্রয়োজনীয় কাজগুলো করুন।

  • Grameenphone Welcome tune: মেসেজ করুন “Stop” আর পাঠিয়ে দিন 4000 নাম্বারে।
  • Grameenphone Internet off: ডায়াল করুন *500*40#।
  • Grameenphone Mobile Twitting: মেসেজ করুন “Stop” আর পাঠিয়ে দিন 9594 নাম্বারে।
  • Grameenphone Call Block: মেসেজ করুন “Stop CB” আর পাঠিয়ে দিন 5678 নাম্বারে।
  • Grameenphone Missed Call Alert: মেসেজ করুন “STOP MCA” আর পাঠিয়ে দিন 6222 নাম্বারে।
  • Grameenphone Cricket Alert Service: মেসেজ করুন “Stop Cric” আর পাঠিয়ে দিন 2002 নাম্বারে।
  • Grameenphone Sports service: মেসেজ করুন “STOP SN” আর পাঠিয়ে দিন 2002 নাম্বারে।
  • Grameenphone Cricket service: মেসেজ করুন “STOP CR” আর পাঠিয়ে দিন 2002 নাম্বারে।
  • Grameenphone Mobile Backup: মেসেজ করুন “Stop MB” আর পাঠিয়ে দিন 6000 নাম্বারে।
  • Grameenphone Buddy Tracker: মেসেজ করুন “Stop” আর পাঠিয়ে দিন 3020 নাম্বারে।
  • Grameenphone Music News: মেসেজ করুন “Stop BD ” আর পাঠিয়ে দিন 4001 নাম্বারে।
  • Grameenphone Voice Chat: ডায়াল করুন 2828 and টাইপ করুন 8।
  • Grameenphone Entertainment Box: মেসেজ করুন “Stop” আর পাঠিয়ে দিন 1234 নাম্বারে।
  • Grameenphone Ebill: মেসেজ করুন “Ebill cancel” আর পাঠিয়ে দিন 2000 নাম্বারে।
  • Grameenphone Job News: মেসেজ করুন “STOPJOBCATEGORY” আর পাঠিয়ে দিন 3003 নাম্বারে।
  • Grameenphone Namaz timings: মেসেজ করুন “STOP N” আর পাঠিয়ে দিন 2200 নাম্বারে।
  • Grameenphone Hadith sharif: মেসেজ করুন “STOP H” আর পাঠিয়ে দিন 2200 নাম্বারে।
  • Grameenphone Voice Mail Service: ডায়াল করুন ##62# বা ##67# বা ##61# বা ##21#।

গ্রামীন ফোনের সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করার জন্য মেসেজ করুন : Stop all এবং পাঠিয়ে দিন 6888 নম্বরে অথবা *121*6*1# ডায়াল করতে হবে।

তবে সকল সার্ভিস বন্ধ করার জন্য অথবা কিছু সার্ভিস অন রেখে বাকিগুলো বন্ধ করার জন্য কল করুন 121 নাম্বারে এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলুন।

সকল সার্ভিস বন্ধ হবার জন্য সাধারনত ৭২ ঘন্টা বা এর কমবেশি সময় লাগতে পারে।

বাংলালিংক

নিচের লিস্ট থেকে যে সার্ভিস বন্ধ করতে চান সেটার প্রয়োজনীয় কাজগুলো করুন।

  • Technology news: ডায়াল করুন *6397*3*1*2# ।
  • Banglalink local radio:  মেসেজ করুন ‘Stop’ আর পাঠিয়ে দিন 200 নাম্বারে।
  • Missed Call Alert: মেসেজ করুন ‘Stop’ আর পাঠিয়ে দিন 622 নাম্বারে।
  • Banglalink Megamind: ডায়াল করুন *360*1*2#।
  • Hajj portal: মেসেজ করুন ‘Stop’ আর পাঠিয়ে দিন 2200 নাম্বারে।
  • Priyo tune: মেসেজ করুন ‘Stop’ আর পাঠিয়ে দিন 4000 নাম্বারে।
  • Namaz timing alert: ডায়াল করুন *2200*3*8# ।
  • Entertainment news: ডায়াল করুন *6397*2*2*2# ।
  • Amar tune: মেসেজ করুন ‘Stop’ আর পাঠিয়ে দিন 2222 নাম্বারে।
  • Music Station: মেসেজ করুন ‘Stop’ আর পাঠিয়ে দিন 5858 নাম্বারে।
  • International news: ডায়াল করুন *6397*6*7*1*2# ।
  • Call Block: মেসেজ করুন ‘Stop’ আর পাঠিয়ে দিন 8181 নাম্বারে।
  • Sportszone Cricket Update: ডায়াল করুন *2002*1*2# ।
  • Sportszone Football Update: ডায়াল করুন *2002*2*2# ।
  • Love & Fun Portal: মেসেজ করুন ‘Stop Fun’ আর পাঠিয়ে দিন 4646 নাম্বারে।

তবে কিছু সার্ভিস অন রেখে বাকিগুলো বন্ধ করার জন্য কল করুন 121 নাম্বারে এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলুন।

বাংলালিংক এর সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করার জন্য ডায়াল করুন *121*7*1*2*1# নম্বরে।

সকল প্রকার সার্ভিস বন্ধ হবার জন্য সাধারনত ৭২ ঘন্টা বা এর কমবেশি সময় লাগতে পারে।

আরো আর্টিকেল পড়ুনঃ

রবি

নিচের লিস্ট থেকে যে সার্ভিস বন্ধ করতে চান সেটার প্রয়োজনীয় কাজগুলো করুন।

  • Robi Goongoon: মেসেজ করুন ‘off’ আর পাঠিয়ে দিন 8466 নাম্বারে।
  • Robi Internet: ডায়াল করুন *8999*00# ।
  • Robi Missed call alert: ডায়াল করুন *140*2*1*2# ।
  • Robi Phone back up: ডায়াল করুন *140*2*2*6# ।
  • Robi Call Block: ডায়াল করুন *140*2*3*6# ।
  • Robi Blaast: মেসেজ করুন ‘STOP’ আর পাঠিয়ে দিন 21291 নাম্বারে।
  • Robi Voice Tube: মেসেজ করুন “Unsub” আর পাঠিয়ে দিন 808088 নাম্বারে।
  • Robi Circle: মেসেজ করুন CSTOP আর পাঠিয়ে দিন 8880 নাম্বারে।
  • Robi Locator service: মেসেজ করুন ‘off’ আর পাঠিয়ে দিন 1818 নাম্বারে।
  • Robi Daily WAP content @ TK 1: মেসেজ করুন ‘off’ আর পাঠিয়ে দিন 21290 নাম্বারে।
  • Robi Breaking News Alerts: ডায়াল করুন*140*8*1*2*3# ।
  • Robi Fun Portal: মেসেজ করুন “joke off” আর পাঠিয়ে দিন 4636 নাম্বারে।
  • Robi Kid- Zone: মেসেজ করুন ‘off’ আর পাঠিয়ে দিন 8543 নাম্বারে।
  • Muslim Life on Robi: মেসেজ করুন ‘off’ আর পাঠিয়ে দিন 21279 নাম্বারে।
  • Robi Ibadat Portal: মেসেজ করুন ‘off’ আর পাঠিয়ে দিন 80807 নাম্বারে।
  • Robi Women Zone Service: মেসেজ করুন “STOP WZ” & আর পাঠিয়ে দিন 8378 নাম্বারে।
  • Robi Cricket World: কল করুন 8274 নম্বরে আর ইস্ট্রাকশন ফলো করুন( সাধারনত প্রথমে 7 এরপর 2 টাইপ করুন)
  • Robi Shorgol (community service): মেসেজ করুন ‘ community nameStop’ আর পাঠিয়ে দিন 9090 নম্বরে।

রবির সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করার জন্য ডায়াল করুন *9#।

যদি অন্য সার্ভিসগুলো বন্ধ করে একটি নির্দিষ্ট সার্ভিস চালু রাখতে চান তাহলে সেই সার্ভিসটির সকল মেসেজ যে নাম্বার থেকে আসে,সে নাম্বারে 1111 লিখে মেসেজ পাঠান।

সকল প্রকার সার্ভিস বন্ধ হবার জন্য সাধারনত ৭২ ঘন্টা বা এর কমবেশি সময় লাগতে পারে।

এয়ারটেল

নিচের লিস্ট থেকে যে সার্ভিস বন্ধ করতে চান সেটার প্রয়োজনীয় কাজগুলো করুন।

  • airtel Promotional SMS Call: ডায়াল করুন *121*9*2#।
  • airtel Caller tune & My tune: ডায়াল করুন *121*3*1#।
  • airtel Music & entertainment / mRadio: ডায়াল করুন *121*3*2#।
  • airtel Mobile Backup: ডায়াল করুন*121*3*3#।
  • airtel Miss call alert: ডায়াল করুন*121*3*4#।
  • airtel Classified service: ডায়াল করুন *121*3*5#।
  • airtel Cricket: ডায়াল করুন *121*3*6#।
  • airtel Religious alert: ডায়াল করুন *121*3*7#।
  • airtel Health & Education: ডায়াল করুন *121*3*8#।
  • airtel Horoscopes: ডায়াল করুন *121*3*9#।
  • airtel News Service: ডায়াল করুন *121*3*10#।
  • airtel Weather forecast: ডায়াল করুন *121*3*11#।
  • airtel Voice mail: ডায়াল করুন *121*3*12#।
  • airtel Intl. Roam SMS: ডায়াল করুন *121*3*13#।
  • airtel Jokes: ডায়াল করুন *121*3*14#।
  • airtel Call block service: ডায়াল করুন *121*3*15#।

এয়ারটেলের সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করার জন্য ডায়াল করুন *9#।

তবে কিছু সার্ভিস অন রেখে বাকিগুলো বন্ধ করার জন্য কল করুন 121 নাম্বারে এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলুন।

সকল প্রকার সার্ভিস বন্ধ হবার জন্য সাধারনত ৭২ ঘন্টা বা এর কমবেশি সময় লাগতে পারে।

টেলিটক

টেলিটকের ভ্যালু আডেড সার্ভিসগুলো বন্ধ করার জন্য কল করুন 121 নাম্বারে এবং কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলুন।


আমরা এখন আর্টিকেলটির একদম শেষ প্রান্তে। আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আমাদের সাপোর্ট করার জন্য আর্টিকেলটি শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল ‘TechJahaj‘ কে সাবস্ক্রাইব করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

খুব ছোটবেলা থেকেই বিভিন্ন ইলেক্ট্রিক যন্ত্রপাতি খুটিয়ে দেখার শখ ছিল। এর জন্য অনেক বকাও খেয়েছি কিন্তু খুটিয়ে দেখার আনন্দের কাছে এটা কিছুই ছিল না। এভাবে আস্তে আস্তে টেকনোলজির সাথে খুব ভাল একটা সম্পর্ক গড়ে উঠে আর এই সম্পর্ক থেকে যা পেয়েছি, সেটা দিয়েই পূর্ণ করতে চলেছি টেকজাহাজকে। আশা করি আপনি আমার পাশে থাকবেন।