[মেসেঞ্জার আপডেট] নতুন অ্যাপলক এবং প্রাইভেসি সেটিংস

[মেসেঞ্জার আপডেট] নতুন অ্যাপলক এবং প্রাইভেসি সেটিংস

মেসেঞ্জারে আসছে নতুন আপডেট যেখানে আপনি অ্যাপলক ফিচারটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও নতুন কিছু প্রাইভেসি সেটিংস যুক্ত হতে যাচ্ছে যেগুলো ইস্টাগ্রামের প্রাইভেসি সেটিংসের সাথে মিল রয়েছে।

অ্যাপলক ফিচারটিতে আপনি ফিংগারপ্রিন্ট কিংবা ফেস আইডি ভেরিফিকেশন ব্যবহার করতে পারবেন। ফলে মেসেঞ্জারে প্রবেশ করার সময় এগুলোর ভেরিফিকেশন লাগবে। যার ফলে মেসেঞ্জারে মেসেজের গোপনীয়তা অনেক বেড়ে গেল।

অ্যাপলক ফিচারটি বর্তমানে আইওএস ‌এ চলে এসেছে। অ্যান্ড্রয়েডে খুব শীঘ্রই এটার দেখা মিলবে।

ব্যবহারকারীকে কারা মেসেজ বা কল করতে পারবে সেটা যেন ব্যবহারকারী নিজেই নিয়ন্ত্রন করতে পারে, সে লক্ষ্যে মেসেঞ্জারে নতুন প্রাইভেসি সেটিংস যুক্ত করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রাইভেসি সেটিংসে পরীক্ষামূলকভাবে নতুন ফিচারগুলো আসার পর আপনি যেসব বিষয় নিয়ন্ত্রন করতে পারবেন –

  • কারা আপনাকে সরাসরি মেসেজ বা কল করতে পারবে।
  • কাদের মেসেজগুলো রিকোয়েস্ট ফোল্ডারে যাবে।
  • কারা আপনাকে একেবারেই মেসেজ বা কল করতে পারবে না।

এসব আপডেট মেসেঞ্জারে যুক্ত করার সাথে সাথে ফেসবুক একটি নতুন পরীক্ষা চালাতে যাচ্ছে, যেখানে আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টে নেই এমন কেউ আপনোকে কোনো ছবি পাঠালে সেটা যেন অটোমেটিকভাবে ব্লার হয়ে যায়। কেননা এই ধরনের ছবি অধিকাংশ সময়ে স্পাম হয়ে থাকে।

আমাদের সাপোর্ট করার জন্য আর্টিকেলটি শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল ‘TechJahaj‘ কে সাবস্ক্রাইব করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Featured Image Credit: Firstpost.com

টেকজাহাজ মডার্ন প্রযুক্তিকে বাংলায় অনুসন্ধান করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, টেকনিউজ, প্রযুক্তি ব্যাখ্যা, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।