PLAYit – একের ভিতর সব?

PLAYit

আচ্ছা, আমরা মোবাইলে বেশিরভাগ কোন কাজগুলো করে থাকি? ভিডিও দেখা, গান শোনা আর ইন্টারনেট ব্রাউজিং, তাইনা? কথা বলা আর ছবি তোলার জন্য অবশ্যই ব্যবহার করি তবে সেটা দিনের কিছু নির্দিষ্ট সময়, সবসময় না। তবে বহুল ব্যবহৃত এই তিনটি কাজ করার জন্য আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে ৩টি বা ২টি ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহার করি। কিন্তু যদি একটা অ্যাপেই(playit) এই তিনটি কাজ সম্পূর্নভাবে করা যায়, তাহলে কেন আমরা শুধু শুধু ৩টি বা ২টি অ্যাপ ব্যবহার করতে যাব?

হ্যা! এটা সম্ভব। প্রাইমারি স্কুলে পড়াকালিন যেমন একের ভিতর সব- সম্পর্কিত গাইড বই পড়েছিলাম, এখন বড় হয়ে মোবাইলে একের ভিতর সব- সম্পর্কিত অ্যাপ ব্যবহার করবো। তবে এটা ভাববেন না যেন, ” একের ভিতর সব! – তাহলে নিশ্চই হালকা কিছু ফিচার পাব “। অ্যাপটির ফিচার মোটেও অন্যসকল অ্যাপ থেকে কম নয়। এতকথা না বলে, এর ভিতরে কি আছে সেটা দেখাই যাক না ।

PLAYit এর ফিচারসমূহ

PLAYit
PLAYit অ্যাপটির ইন্টারফেস

ভিডিও প্লেয়ার

 • ভিডিও দেখার সময় আমরা শুধু দেখতেই থাকি। সময় সম্পর্কে কোনো জ্ঞান থাকে না । এজন্য আপনি ভিডিওতে টাইমার সেট করতে পারবেন।
 • আপনি পুরো মোবাইলের স্ক্রিনশট না নিয়ে শুধু ভিডিওটির স্ক্রিনশট নিতে চান ?সেটাও পারবেন্।
 • ভিডিওতেও আপনি ইকিউলাইজার ব্যবহার করতে পারবেন।
 • আপনি অফলাইনসহ ইউটিউবের ভিডিওকেও পপআপ আকারে দেখতে পারবেন।
 • মোবাইলের স্ক্রিন অফ করেও আপনি ভিডিওটির অডিও শুনতে পারবেন।
 • আপনি যেকোন ভিডিওকে অডিও-তে কনভার্ট করে সেভ করতে পারবেন।

অডিও প্লেয়ার

 • সকল অ্যাপের মত এখানেও আপনি প্লেলিস্ট, অ্যালবাম, আরটিস্ট ইত্যাদি ট্যাবগুলো পাবেন।
 • একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গান শোনার জন্য টাইমার সেট করতে পারবেন।
 • যেকোন অডিওকে রিংটোন হিসেবে সেট করতে পারবেন।

ইন্টারনেট ব্রাউজিং

 • ব্রাউজিং করা ওয়েবসাইটের ভিডিও ডাউনলোড করতে পারবেন।
 • ফেসবুকের ভিডিও , ইন্সটাগ্রামের পোস্ট এবং স্টোরি, ওয়্যাটসঅ্যাপের স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন।

সুুবিধা

 • মাত্র ১৮ এমবির একটি অ্যাপেই আপনি অনেকগুলো অ্যাপের কাজ করতে পারছেন।
 • এর ফিচারগুলো অন্যসকল সিঙ্গেল অ্যাপ থেকে বেশি একটা কম মনে হয়নি।
 • অ্যাপটিতে আপনি ফ্রি এবং পেইড থিম ব্যবহার করতে পারবেন। তবে পেইড থিম ব্যবহার করার জন্য আপনাকে টাকার পরিবর্তে কিছু কয়েন ব্যবহার করতে হবে আর কয়েনগুলো আপনি অ্যাপে থাকা স্পিন সিস্টেমের মধ্য দিয়ে ফ্রিতেই ইনকাম করতে পারবেন।

অসুবিধা

 • অ্যাপটিতে ভালোই অ্যাড ব্যবহার করা হয়েছে।
 • অডিও প্লে করার সময় অডিও স্পেকট্রাম দেখতে চাইলে অ্যাপটিকে রেকর্ডিং পারমিশন দিতে হয়।

ডাউনলোড এবং ইন্সটল


PLAYit অ্যাপটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এরকম আরও অ্যাপ সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন।

বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 😊।

খুব ছোটবেলা থেকেই বিভিন্ন ইলেক্ট্রিক যন্ত্রপাতি খুটিয়ে দেখার শখ ছিল। এর জন্য অনেক বকাও খেয়েছি কিন্তু খুটিয়ে দেখার আনন্দের কাছে এটা কিছুই ছিল না। এভাবে আস্তে আস্তে টেকনোলজির সাথে খুব ভাল একটা সম্পর্ক গড়ে উঠে আর এই সম্পর্ক থেকে যা পেয়েছি, সেটা দিয়েই পূর্ণ করতে চলেছি টেকজাহাজকে। আশা করি আপনি আমার পাশে থাকবেন।