
Antiphone অ্যাপটি দিয়ে আপনি পৃথিবীর যেকোন দেশে প্রাইভেট মেসেজ অর্থাৎ আপনার নামটি গোপন রেখে মেসেজ পাঠাতে পারবেন। তাই অ্যাপটি ব্যবহার করে বন্ধুদের কাছে নিজের নাম গোপন রেখে মেসেজ করে আপনি তাদের সাথে মজা নিতে পারবেন।
Antiphone ফিচারগুলো
- অ্যাপটিতে আপনি অনেকগুলো নাম্বার রয়েছে এবং সবগুলো ভ্যালিড নাম্বার( অ্যাপটি তাই দাবি করেছে)। এই নাম্বারগুলোর যেকোন একটি ব্যবহার করেই আপনি মেসেজ পাঠাতে পারবেন।
- অ্যাপটিতে লগিন করার সময় আপনাকে ৩০০০ কারমা দেওয়া হবে যেটা নাম্বার কিনতে এবং মেসেজ পাঠাতে খরচ হবে।
- অ্যাপটিতে কোনো রকম অ্যাড নেই।
ডাউনলোড
অ্যাপটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এরকম আরও অ্যাপ সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। আমাদের সাপোর্ট করার জন্য আর্টিকেলটি শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল ‘TechJahaj‘ কে সাবস্ক্রাইব করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Leave a Reply