গুগল মিটে ৩০ সেপ্টেম্বরের পর থেকে ফ্রিতে ১ ঘন্টা মিটিং করা যাবে

গুগল মিট

গুগল মিট গত এপ্রিল ২০২০ থেকে এখন পর্যন্ত ফ্রি আছে যেখানে সকল গ্রাহক আনলিমিটেড সময়ের জন্য মিটিং করতে পারে। কিন্তু আগামী ৩০ সেপ্টেম্বরের পর থেকে গুগল মিটের পেইড ভার্সন আসতে চলেছে। তাই এরপর থেকে ফ্রি ভার্সনে আনলিমিটেড সময়ের বদলে ৬০ মিনিট অর্থাৎ ১ ঘন্টা লিমিট সেট করে দেওয়া হয়েছে।

এছাড়া ৩০ সেপ্টেম্বরের পর থেকে গুগল মিটের ফ্রি ভার্সনে জিসুইট এবং জিসুইট এডুকেশনের ফিচার, মিটিংয়ে ২৫০ জনের অংশগ্রহন এবং মিটিংয়ের রেকর্ডিং অটোমেটিং গুগল ড্রাইভে সেভ করার অপশন থাকছে না। এসকল ফিচার ব্যবহার করার জন্য গুগলের পেইড ভার্সন ব্যবহার করতে হবে যেটার জন্য মাসে ২৫$ খরচ করতে হবে।


আমাদের সাপোর্ট করার জন্য আর্টিকেলটি শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল ‘TechJahaj‘ কে সাবস্ক্রাইব করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

টেকজাহাজ মডার্ন প্রযুক্তিকে বাংলায় অনুসন্ধান করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, টেকনিউজ, প্রযুক্তি ব্যাখ্যা, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।