NotePin – গুরুত্বপূর্ন কাজগুলো আর হবে না মিস!

notepin
NotePin অ্যাপ

Notepin অ্যাপটি ইন্সটল করলে আপনার আর কোনো নোটই মিস হবে না। কেননা অ্যাপটিতে আপনি যা নোট করে রাখবেন, সেটাই আপনার মোবাইলের নোটিফিকেশন বারে সবসময় পিন হয়ে থাকবে। তাই অ্যাপটিকে আপনি টুডু লিস্ট হিসেবেও ব্যবহার করলে বাজার করার সময় প্রয়োজনীয় জিনিস কিনতে আর ভুলে যাবেন না।

Notepin ফিচার

  • অ্যাপটি সম্পূর্ন ফ্রিতে ব্যবহার করা যাবে। তবে অ্যাড ফ্রি এবং ডার্কমুড ব্যবহার করতে চাইলে পেইড ভার্সন নিতে হবে।
  • কোন নোটটি নোটিফিকেশন বারে পিন হয়ে থাকবে আর কোনটি হবে না সেটা আপনি ঠিক করে দিতে পারবেন।
  • কোন নোটের গুরুত্ব কতটুকু সেটা সেট করে দিতে পারবেন এবং গুরুত্ব অনুযায়ী নোটগুলো বিভিন্ন রংয়ের হয় তাই সহজে খুঁজে বের করা যায়।

ডাউনলোড এবং ইন্সটল

অ্যাপটি গুগল প্লেস্টোর এবং অ্যাপল স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। নিচে ডাউনলোড লিংক দেওয়া হলো-


NotePin অ্যাপটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এরকম আরও অ্যাপ সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন।

বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 😊।

খুব ছোটবেলা থেকেই বিভিন্ন ইলেক্ট্রিক যন্ত্রপাতি খুটিয়ে দেখার শখ ছিল। এর জন্য অনেক বকাও খেয়েছি কিন্তু খুটিয়ে দেখার আনন্দের কাছে এটা কিছুই ছিল না। এভাবে আস্তে আস্তে টেকনোলজির সাথে খুব ভাল একটা সম্পর্ক গড়ে উঠে আর এই সম্পর্ক থেকে যা পেয়েছি, সেটা দিয়েই পূর্ণ করতে চলেছি টেকজাহাজকে। আশা করি আপনি আমার পাশে থাকবেন।