ইউটিউব চ্যানেলে নতুন কাস্টোমাইজেশন!

ইউটিউব চ্যানেল

ইউটিউব চ্যানেলে দিনের পর দিন নতুন নতুন ফিচার অ্যাড করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে এসেছে নতুন কাস্টোমাইজেন অপশন। ফলে চ্যানেলকে কাস্টোমাইজ করার জন্য এখন আর ইউটিউব চ্যানেলের পুরাতন থিমে ফিরে আসতে হবে না ।

একজন ইউটিউবার হিসেবে আমাদের সবার উচিত ইউটিউব চ্যানেলটিকে কাস্টোমাইজ করা। এতে একজন ভিজিটরের জন্য আমাদের কন্টেন্টগুলো খুঁজতে সুবিধা হবে এবং আমাদের চ্যানেলটিও একটি প্রফেশনাল লুক পাবে যেটা ভিজিটরের মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।

কাস্টোমাইজ অপশনটি আগের মতই চ্যানেলের ব্যানারের নিচে রাখা হয়েছে। সেখানে ক্লিক করলে আপনাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসা হবে। তাই আপনি সরাসরি ইউটিউব স্টুডিওতে এসেও কাস্টোমাইজ করতে পারবেন।

ইউটিউব চ্যানেল
ইউটিউভ স্টুডিওতে নতুন কাস্টোমাইজেন অপশন

কাস্টোমাইজ অপশনটিতে আসলে আপনি তিনটি ট্যাব দেখতে পাবেন-

  • Layout ( চ্যানেলের হোমপেজকে সাজানোর সকল অপশন এখানে রয়েছে)
  • Branding (চ্যানেলের লোগো, ব্যানার এবং ভিডিও চলাকালিন ওয়াটারমার্ক অ্যাড করার সকল অপশন)
  • Basic Info ( চ্যানেলের about পেজ এবং ব্যানারের সাথে থাকা লিংকগুলো অ্যাড করার সকল অপশন)

আমাদের সাপোর্ট করার জন্য আর্টিকেলটি শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল ‘TechJahaj‘ কে সাবস্ক্রাইব করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

টেকজাহাজ মডার্ন প্রযুক্তিকে বাংলায় অনুসন্ধান করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, টেকনিউজ, প্রযুক্তি ব্যাখ্যা, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।