স্যামসাং One UI 3.0 আসছে খুব শীঘ্রই! সাথে নতুন কিছু ফিচার্স

One UI 3.0

কোরিয়ান টেক জায়েন্ট স্যামসাং সবসময় কোনো না কোনো চমক এবং নতুন সব সংস্করন নিয়ে হাজির হয় গ্রাহকের কাছে। এরই ধারাবাহিকতা বজায় রেখে স্যামসাং এবার নিয়ে আসছে তাদের ওয়ান ইউ. আই. ২.৫ এর আপডেট ভার্সন ইউ. আই. ৩.০ (One UI 3.0)।

স্যামসাং কয়েক মাস আগেই গ্যালাক্সি নোট ২০ এবং গ্যালাক্সি Z ফোল্ড ২-এর সাথে ইউ. আই. ২.৫ লঞ্চ করে। কিন্তু এবার তারা ইউ. আই. ৩ (One UI 3.0) লঞ্চ করবে যা সব স্যামসাং ফোনের জন্য (যারা অ্যান্ড্রয়েড-১১ আপডেট পাবে)। স্যামসাং তাদের নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে যে, চলতি মাসের শেষেই এই আপডেটটি পেয়ে যাবে গ্রাহকরা।

One UI 3.0

অবশ্যই গ্রাহকরা এবার নতুন কিছু পাবে এই আপডেটে। নতুন হিসেবে বলা যেতে পারে, এবার যোগ করা হয়েছে মাল্টি-অ্যাক্টিভ স্ক্রিন-যা স্যামসাং এর ফোল্ডিং ফোন গুলোর জন্য খুবই কার্যকরী হবে। তার পাশাপাশি ক্যামেরাতে কিছু নতুন ফিচার যোগ হবে, নোটিফিকেশন পেনেলে থাকছে পরিবর্তন। এছাড়াও আরো কিছু চমৎকার ফিচার নিয়ে আসছে ইউ. আই. ৩.০ (One UI 3.0)।

One UI 3.0

যে মোবাইলগুলো ইউ.আই ৩.০ আপডেট পাবে-

  • Galaxy Note 20, Note 20 Ultra 5G
  • Galaxy Fold, Galaxy Z Fold 2,
  • Galaxy Flip 5G
  • Galaxy Tab S7, Tab S7+
  • Galaxy S20, S20+, S20 Ultra
  • Galaxy Note 10, Note 10+, Note 10 Lite
  • Galaxy S10, S10+, S10e, S10 Lite
  • Galaxy A50, A51, A50s
  • Galaxy A70, A71 A70s
  • Galaxy A60
  • Galaxy A80, A8s
  • Galaxy A90
  • Galaxy A01
  • Galaxy A10, A10e, A10s
  • Galaxy A11
  • Galaxy A20, A20e, A20s
  • Galaxy A21, A21s
  • Galaxy A30, A30s
  • Galaxy A3
  • Galaxy A40, A41
  • Galaxy M51
  • Galaxy M40
  • Galaxy M31, M31s
  • Galaxy M30s
  • Galaxy M21
  • Galaxy M11
  • Galaxy M01, M01s

নিউজটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন। বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊।

টেকজাহাজ মডার্ন প্রযুক্তিকে বাংলায় অনুসন্ধান করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, টেকনিউজ, প্রযুক্তি ব্যাখ্যা, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।