দেশে লঞ্চ হলো পোকোর নতুন ৩টি বাজেট স্মার্টফোন!

পোকো

আজ ৫ নভেম্বর দুপুর ১২ টার দিকে পোকো তাদের সোশ্যাল হ্যান্ডেলগুলোতে লাইভ স্ট্রিমের মাধ্যমে দেশের বাজারে লঞ্চ করলো ৩টি নতুন বাজেট স্মার্টফোন। স্মার্টফোনগুলোর নাম হলো POCO X3 NFC, POCO M2 আর POCO C3। শীঘ্রই ফোনগুলো দেশের সব মি অথোরাইজড স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে পাওয়া যাবে।

এক নজরে আর্টিকেলের বিষয়বস্তু

২০১৮ সালে পোকো এফ১ আনার পর দ্বিতীয়বারের মতো ব্র্যান্ডটি দেশে নতুন স্মার্টফোন আনলো। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ইতোঃপূর্বে ফ্যান ও ব্যবহারকারীদের কাছে অত্যধিক সাড়া ফেলেছে পোকো। বাংলাদেশে সে কারণেই ব্র্যান্ডটির নতুন তিনটি স্মার্টফোন উন্মোচিত হলো। পোকো এক্স৩ এনএফসি দিয়ে আমরা কোয়ালকমের ৭০০ সিরিজের নতুন ও সবচেয়ে শক্তিশালী ৪জি প্লাস প্রসেসর স্ন্যাপড্রাগন ৭৩২জি নিয়ে এসেছি, যা ব্যবহারকারীদের অবিশ্বাস্য পারফরম্যান্স দেবে। এর ১২০ হার্জ ডিসপ্লে অবিশ্বাস্য রকমের স্মুথ পারফরম্যান্স দেয় যা বাজারে থাকা অনেক ফ্ল্যাগশিপের চেয়ে উন্নত। সব ধরনের গ্রাহকের বিবেচনায় আমরা পোকো এম২ এবং পোকো সি৩ আনছি। যাতে রয়েছে গ্রাহকদের পছন্দের সব স্পেসিফিকেশন।”

একনজরে এদের স্পেসিফিকেশন আর দামটা একটু দেখে নেওয়া যাক।

POCO X3 NFC

  • ৬.৬৭” এফএইচডি প্লাস, এলসিডি ডিসপ্লে
  • ১২০ হার্জ ডায়নামিক রিফ্রেস রেট (২৪০ হার্জ টাচ স্যাম্পলিং রেট)
  • করনিং গোরিলা গ্লাস ৫
  • স্নাপড্রাগন ৭৩২জি( অ্যাড্রেনো ৬১৮)
  • র‍্যাম ৬ জিবি
  • স্টোরেজ ৬৪/১২৮ জিবি
  • লিকুয়িড কুল টেকনোলজি ১.০ প্লাস
  • ৬৪+১৩+২+২ মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা (রিয়ার)
  • ৫১৬০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী
  • ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং (বক্সে ৩৩ ওয়াট চার্জার)
  • এনএফসি
  • সাইড-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট
  • ডুয়েল স্টেরিও স্পিকার
  • মিইউআই ১২
  • কালার: শ্যাডো গ্রে( 🖤), কোবাল্ট ব্লু(💙)

দাম:

  • ৬জিবি + ৬৪ জিবি: ২৫,৯৯৯ টাকা
  • ৬জিবি + ১২৮ জিবি: ২৭,৯৯৯ টাকা

POCO M2

  • ৬.৫৩” এফএইচডি প্লাস, এলসিডি ডিসপ্লে
  • ডিসপ্লের রেজুলেশন ২৩৪০*১০৮০ ও অ্যাসপেক্ট রেশিও ১৯:৫:৯
  • করনিং গোরিলা গ্লাস ৩
  • হিলিও জি৮০ ( মালি জি৫২)
  • র‍্যাম ৬ জিবি
  • স্টোরেজ ৬৪/১২৮ জিবি
  • হাইপার এঞ্জিন গেম টেকনোলজি
  • ডুয়াল ব্যান্ড ওয়াইফাই
  • ১৩+৮+৫+২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা (রিয়ার)
  • ৮ মেগাপিক্সেল (ফ্রন্ট)
  • ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং (বক্সে ১০ ওয়াট চার্জার)
  • রিয়ার-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট
  • মিইউআই ১২
  • কালার: স্টেট ব্লু(🔵) , ব্রিক রেড(🔴), পিচ ব্লাক(⚫)

দাম:

  • ৬জিবি + ৬৪ জিবি: ১৫,৯৯৯ টাকা
  • ৬জিবি + ১২৮ জিবি: ১৬,৯৯৯ টাকা

POCO C3

  • ৬.৫৩” এইচডি প্লাস, এলসিডি ডিসপ্লে
  • ডিসপ্লের রেজ্যুলেশন ১৬০০*৭২০ পিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯
  • হিলিও জি৩৫
  • ১৩ + ২ + ২ মেগাপিক্সেল (রিয়ার)
  • ৫ মেগাপিক্সেল (ফ্রন্ট)
  • ৩/৪ জিবি র‍্যাম
  • ৩২/৬৪ জিবি স্টোরেজ
  • ৫.০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারী (২.০ প্রযুক্তি)
  • রিয়ার-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট
  • মিইউআই ১২
  • কালার: আর্কটিক ব্লু(🔵), লাইম গ্রিন(🟢), ম্যাট ব্লাক(⚫)

দাম:

  • ৩জিবি + ৩২ জিবি: ১১,৯৯৯ টাকা
  • ৪জিবি + ৬৪ জিবি: ১২,৯৯৯ টাকা

লাইভ স্ট্রিম

পোকো ইভেন্টের লাইভ স্ট্রিমটি ইউটিউবে দেখুন-


নিউজটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন। বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊।

টেকজাহাজ মডার্ন প্রযুক্তিকে বাংলায় অনুসন্ধান করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, টেকনিউজ, প্রযুক্তি ব্যাখ্যা, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।