POCO M3 এর স্পেসিফিকেশন লিক হয়েছে!

poco m3

গতকাল পোকো টুইট করে জানিয়েছিল আগামী ২৪ নভেম্বর তারা অনলাইন ইভেন্টের মাধ্যমে গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে M সিরিজের তৃতীয় স্মার্টফোন POCO M3। তবে স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে পোকো কিছু না জানালেও তাদের টুইট করার কিছুক্ষন পর ইউটিউবার মুকুল শর্মা স্মার্টফোনটির স্পেসিফিকেশন লিক করেন।

তিনি বলেন, কিছুদিন আগে Geekbench benmarking platform এ একটি স্মার্টফোন লিস্টিং হয় যেটার মডেল নাম্বার ছিল M2010J19CG এবং এই স্মার্টফোনটিই POCO M3।

poco m3

তিনি বলেন স্মার্টফোনটিতে থাকবে –

  • স্নাপড্রাগন ৬৬২ প্রসেসর
  • ৬০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি
  • পিছনে ৩টি ক্যামেরা যেটার প্রাইমেরি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল আর বাকীগুলো এখনো জানা যায়নি।
  • ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং
  • ৬.৫৩ ইঞ্চির এফএইচডি+ ওয়াটার ড্রপ ডিসপ্লে
  • সাইড-মাউন্টেড ফিঙ্গাপ্রিন্ট
  • এবং ডুয়াল স্টেরিও স্পিকার

তবে অনলাইনে গুজব বেরিয়েছে, POCO M3 হবে শাওমির আপকামিং স্মার্টফোন Redmi note 10 4G বা Redmi note 10 এর রিব্রান্ড ভার্সন। রেডমির স্মার্টফোনটি গত সপ্তাতে টিনাতে লিস্টিং হয়েছিল যেটির মডেল নাম্বার ছিল M2010J19SC। টিনা থেকে জানা যায়, স্মার্টেফানটিতে ৬জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১০ থাকবে।


আর্টিকেলটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊।

টেকজাহাজ মডার্ন প্রযুক্তিকে বাংলায় অনুসন্ধান করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, টেকনিউজ, প্রযুক্তি ব্যাখ্যা, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।