‘Origin OS’ অ্যান্ড্রয়েডে যোগ করেছে নতুনত্ব!

origin os

প্রত্যেকটি মোবাইল ফোন কোম্পানি গুলোর রয়েছে তাদের নিজস্ব কাস্টম অ্যান্ড্রয়েড স্কিন। যেমন- স্যামসাং এর রয়েছে One UI, শাওমির রয়েছে MIUI, ওয়ান প্লাসের রয়েছে OxygenOS, ঠিক তেমনি ভিভোর ছিলো Funtouch OS- যাকে এবার তারা Origin OS দ্বারা পুনঃনামকরন করেছে। গত ১৮ নভেম্বর তারা এর অফিসিয়াল লঞ্চ করেন। যা এবার শুধু ভিভো ফোন গুলোতে নয়, অ্যান্ড্রয়েডে নতুন মাত্রা যোগ করেছে।

কি কি ফিচার থাকছে ‘Origin OS’ এঃ

origin os
  • আপনি ভুল করে যদি নোটিফিকেশন পেনেল থেকে কোনো নোটিফিকেশন কেটে ফেলেন এই নতুন ফিচার সেই সমাধান নিয়ে এসেছে।
  • ফাইল আদান-প্রদানকে খুব সহজ করে দিয়েছে অ্যাপলের এয়ার ড্রপের মতো।
  • সহজেই কাস্টম ইন্টারফেজ থেকে ডিফল্ট ইন্টারফেজ ব্যবহার করতে পারবেন।
  • ২৬ টি আলাদা জেশ্চার রয়েছে, তাছাড়া আপনি নিজে থেকেও চাইলে কিছু জেশ্চার কাস্টমাইজ করতে পারবেন।
  • এক নতুন ধরনের হোম স্ক্রিনের সুবিধা পাবেন, যা খুবই আকর্ষণীও বলা চলে।
  • আরও রয়েছে নতুন নতুন গ্রিড বেসড ডিজাইন।

যেসব ডিভাইজ পাবে ‘অরিজিন ওএস’ আপডেটঃ

৩১ জানুয়ারি, ২০২১ এর আগে

  • Vivo Nex 3S 5G
  • Vivo Nex 3 / 5G
  • Vivo X50/X50 Pro/X50 Pro+
  • Vivo X30/X30 Pro
  • Vivo S7
  • iQOO 5/5 Pro
  • iQOO 3
  • iQOO Pro
  • iQOO
  • iQOO Neo3
  • iQOO Neo/Neo 855+

২০২১ সালের ২য় কোয়ার্টারে

  • Vivo V19
  • Vivo V19 Neo
  • Vivi V20 pro
  • Vivo V17
  • Vivo Y9s
  • Vivo Y20(i)
  • Vivo Y30
  • Vivo Y50
  • Vivo Y51
  • Vivo Y70s
  • Vivo Y73s
  • Vivo X27/X27 Pro/X27 8GB
  • Vivo S1/S1 Pro
  • Vivo S5
  • Vivo S6 5G
  • Vivo S7 5G
  • Vivo Z5/Z5x/Z5i
  • Vivo Z6
  • Vivo Nex/Nex S
  • iQOO Z1/Z1x

নিউজটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন। বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊।

টেকজাহাজ মডার্ন প্রযুক্তিকে বাংলায় অনুসন্ধান করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, টেকনিউজ, প্রযুক্তি ব্যাখ্যা, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।