অনলাইনে POCO M3 গ্লোবালি লঞ্চ হয়েছে !!

poco

চীনা জনপ্রিয় স্মার্টফোন ব্রেন্ড পোকো এবছর তাদের নতুন অনেক গুলো ফোন নিয়ে স্মার্টফোন বাজারে আসে। আজ পোকো তাদের আরও একটি নতুন স্মার্টফোন POCO M3 এর অফিসিয়াল লঞ্চ করলো।

কিছু দিন আগেই পোকো তাদের সোশ্যাল মিডিয়ায় এই নতুন স্মার্টফোন সম্পর্কে অনেক কিছু জানায়। যার মাধ্যমে ইতোমধ্যে এই ফোনটির স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে জানা যায়।

আজ পোকো তাদের সোশ্যাল মিডিয়া এবং তাদের গ্লোবাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করে, যেখানে তারা ফোনটিকে অফিসিয়ালি লঞ্চ করে। ফোনটির ৪/৬৪ ভেরিয়েন্টের দাম পড়বে ১২৯ USD এবং ৪/১২৮ ভেরিয়েন্টের দাম পড়বে ১৪৯ USD। ব্লাক ফ্রাইডের জন্য ফোনটিকে ২০ USD ছাড়ে সেল করা হচ্ছে বলে তারা তাদের অফিসিয়াল টুইটার-এ জানায়।


আর্টিকেলটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊।

টেকজাহাজ মডার্ন প্রযুক্তিকে বাংলায় অনুসন্ধান করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, টেকনিউজ, প্রযুক্তি ব্যাখ্যা, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।