লিক হয়েছে OnePlus 9 5G এর ছবি এবং স্পেসিফিকেশন!

oneplus 9 5g

ইতিমধ্যে OnePlus 9 সিরিজের কিছু লিক বের হয়েছিল। কিন্তু গতকাল ১২ ডিসেম্বর ২০২০ phonearena তে OnePlus 9 5G এর ছবি এবং স্পেসিফিকেশন লিক হয় যেটা আগের লিক হওয়া রিপোর্টগুলো থেকে অনেকটাই ভিন্ন। জানা যায়, OnePlus 9 5G এর প্রি-প্রোডাকশন থেকে কেউ phonearena কে ছবিগুলো পাঠায়।

ছবিগুলো থেকে দেখা যায়, আগের রিপোর্ট অনুযায়ী ফ্রন্টে পাঞ্চ হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং রিয়ার ক্যামেরা মডুলে এল ই ডি ফ্লাশ লাইটের সাথে ৩ টি ক্যামেরা যেখানে ২টি ক্যামেরার পরিধি অনেক বড় । রিয়ারে সিলভার প্লানেল ব্যবহার করা হয়েছে আর সাইডে মেটাল ফ্রেম(সম্ভবত অ্যালুমিনিয়াম)। স্মার্টফোনটির নিচের অংশে রয়েছে সিমকার্ড ট্রে, টাইপ-সি পোর্ট, মাইক্রোফোন(যেটা উপরের অংশেও রয়েছে) এবং স্পিকার। লেফট সাইডে রয়েছে ভলিয়ম বাটন এবং রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং অ্যালার্ট স্লাইডার।

আগের রিপোর্ট থেকে যেগুলো নতুন

OnePlus 9 5G এর ছবিগুলো দেখলে প্রথমেই নজর কাড়ে এর লোগো। কেননা ওয়ানপ্লাস – এর চিরচেনা লোগোর বদলে সেখানে ছিল ভিন্ন এক লোগো। তাছাড়া আগের ইনফরমেশন অনুযায়ী রিয়ার ক্যামেরা মডুলটি সেম থাকলেও লক্ষ্য করা যায় ফ্লাশ লাইটের নিচে Ultrashot লেখা রয়েছে যেটার অর্থ এখনো জানা যায়নি।

স্ক্রিনশটে দেওয়া Lahaina স্ন্যাপড্রাগন ৮৮৮ এর কোডনেম(আগের রিপোর্টের ধারনা করা স্ন্যাপড্রাগন ৮৭৫ এর অফিসিয়াল নাম) কেননা স্নাপড্রাগন ৮৮৮ এর লঞ্চ ইভেন্টে ওয়ানপ্লাস অফিসিয়ালি এই চিপসেট ব্যবহারের ঘোষনা করেছে। তবে অবাক করার বিষয়, ক্যামেরা সেটিংসের স্ক্রিনশটগুলো থেকে দেখা যায়, ২০২১ সালের ওয়ানপ্লাসের ফ্লাগশিপ স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহ্রত হয়েছে ৪ মেগাপিক্সেল যেটা ওয়ানপ্লাসের এনট্রি লেভেলের স্মার্টফোনেও ব্যবহৃত হয় না।

রিপোর্ট অনুসারে OnePlus 9 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে-

  • ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ফ্লাট ডিসপ্লে
  • ২৪০০*১০৮০ পিক্সেল রেজুলেশন
  • প্রায় ৪০২ পিপিআই
  • ২০:৯ অ্যাস্পেক্ট রেশিও
  • ১২০ হার্জ রিফ্রেস রেট
  • এইচডিআর

হার্ডওয়্যার ও সফটওয়্যার-

  • স্ন্যাপড্রাগন ৮৮৮
  • অ্যান্ড্রয়েড ১১ (অক্সিজেন ওএস)

মেমোরি

  • ৮ জিবি র‍্যাম
  • ১২৮ জিবি স্টোরেজ( এক্সটারনাল স্টোরেজ ব্যবহারের সুবিধা নেই)

ক্যামেরা-

  • ১২ মেগাপিক্সেল , অ্যাপারচার f/1.88 (রিয়ার)
  • ৪ মেগাপেক্সেল, অ্যাপারচার f/2.4 (ফ্রন্ট)
  • ইলেক্ট্রিক ইমেজ স্টেবেলাইজেশন

ব্যাটারী

  • ৪৫০০ মিলি অ্যাম্পিয়্যার


আর্টিকেলটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊।

Source and Image Credit: phonearena

টেকজাহাজ মডার্ন প্রযুক্তিকে বাংলায় অনুসন্ধান করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, টেকনিউজ, প্রযুক্তি ব্যাখ্যা, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।