পাবজি মোবাইলে ১.২ মিলিয়ন অ্যাকাউন্ট পারমানেন্টলি ব্যান!

পাবজি মোবাইল

মোবাইল প্লাটফর্মে বর্তমানের সবথেকে জনপ্রিয় গেম হলো পাবজি মোবাইল। ৬০০ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার নিয়ে জনপ্রিয়তার শীর্ষ রয়েছে গেমটি। তাই এতে অনেক হ্যাকার বা চিটার থাকবে এতো সাধারন। আগে চিটারদের প্রতি তেমন কোনো কঠোর ব্যবস্থা না নিলেও বর্তমানে গেমটি কোনো প্রকার ছাড় দিতে নারাজ। প্রমান স্বরুপ বছরের শুরুতেই গেমটি ব্যান করেছে ১২১৭৩৪২ বা ১.২ মিলিয়ন চিটার অ্যাকাউন্ট।

পাবজি মোবাইল অ্যাকাউন্ট ব্যান

পাবজি মোবাইলের টুইটার পোস্ট অনুসারে , জানুয়ারি ৮,২০২১ থেকে জানুয়ারি ১৪,২০২১ পর্যন্ত মোট ছয়দিন গেমটি চিটার অ্যাকাউন্টগুলো ব্যান করার মিশন চালিয়েছিল। তাদের রিপোর্ট অনুসারে অ্যাকাউন্ট ব্যান হয়েছে –

পাবজি মোবাইল
  • অটো-এইম হ্যাক এবং ক্যারেক্টার মডিফাই এর জন্য – ২৪%
  • এক্স-রে ভিশন এর জন্য – ২২%
  • স্পিড হ্যাকের জন্য – ১২%
  • ড্যামেজ এরিয়া মডিফাই এর জন্য – ৭%
  • অন্যান্য – ১১%

রিপোর্ট অনুসারে, ব্যান হবার সময় অ্যাকাউন্টগুলোর র‍্যাংকিং ছিল –

পাবজি মোবাইল
  • Bronze – ৩৮%
  • Silver – ১১%
  • Gold -৯%
  • Platinum – ১১%
  • Diamond – ১২%
  • Crown – ১০%
  • Ace – ৬%
  • Conqueror – ৩%

১.২ মিলিয়ন অ্যাকাউন্ট ব্যান করাকে অনেক বড় মনে হলেও যেহেতু পাবজিতে ৬০০ মিলিয়ন ইউজার রয়েছে তাই হিসাব করলে গেমটি মোট ইউজারের মাত্র ০.২% ইউজার হারিয়েছে যেটা গেমটির জন্য খুবই নগন্য।

গতকাল পাবজি মোবাইলের ১৭তম সিজন( Runic Power ) শুরু হয়েছে। নতুন সিজনের জন্য গেমটি অলরেডি নতুন প্যাচ লঞ্চ করেছে যেটাতে নতুন সব বন্দুক, নতুন মোডসহ আরও অনেক কিছু রয়েছে। তবে পাবজি মোবাইলের ১.২ মিলিয়ন চিটার অ্যাকাউন্ট ব্যান করাকে নতুন বছরের সবথেকে বড় উপহার বলে আমার কাছে মনে হয়, আর আপনার?


আর্টিকেলটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊।

টেকজাহাজ মডার্ন প্রযুক্তিকে বাংলায় অনুসন্ধান করে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, টেকনিউজ, প্রযুক্তি ব্যাখ্যা, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।