পেনড্রাইভ – এর ভার্সন কতো? দেখে নিন কিভাবে জানবেন

আপনার পেনড্রাইভের ভার্সন কতো?দেখে নিন কিভাবে জানবেন

পেনড্রাইভ – এর ভার্সনঃ– পেনড্রাইভ বর্তমানে আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি। কেননা আমরা আমাদের প্রয়োজনীয় ডেটাগুলোকে সহজে বহন করার জন্য এটাই বেশি ব্যবহার করে থাকি। আবার মাঝে মাঝে আমরা পেনড্রাইভ ব্যবহার করে উইন্ডোজ সেটাপও দিয়ে থাকি।আমাদের পেনড্রাইভটি অনেক পুরানো হয়ে গেলে আমরা তখন ঠিক মনে করতে পারি না আমাদের পেনড্রাইভের ভার্সন কতো ছিল যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। তখন পেনড্রাইভটির প্যাকেট খোঁজার চেষ্টা করি যেটা বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তাই এই আর্টিকেলে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পুরানো পেনড্রাইভের ভার্সন  জানতে পারি।

পেনড্রাইভ – এর ভার্সনঃ

১। প্রথমে পেনড্রাইভটিকে কম্পিউটারের সাথে সংযোগ করতে হবে।

পেনড্রাইভ - এর ভার্সন কতো? দেখে নিন কিভাবে জানবেন

২। পেনড্রাইটি সংযোগ করার পর ‘My Computer’ বা  ‘This Pc’ এর ‘Properties’ এ যেতে হবে। সেখান থেকে ‘Device Manager’ এ যেতে হবে।

৩। ‘Device Manager’ থেকে ‘Universal Serial Bus controllers’ এ ক্লিক করে যে অপশনগুলো আসবে সেখানে কেবল-

পেনড্রাইভ - এর ভার্সন কতো? দেখে নিন কিভাবে জানবেন
  • ‘Universal Host’ থাকে তাহলে পেনড্রাইভটির ভার্সন ১.১।
  • ‘Universal Host’ আর ‘Enhanced Host’ থাকে তাহলে পেনড্রাইভটির ভার্সন ২.০।
  • ‘USB 3.0’ থাকে তাহলে পেনড্রাইভটির ভার্সন ৩.০।

খুব ছোটবেলা থেকেই বিভিন্ন ইলেক্ট্রিক যন্ত্রপাতি খুটিয়ে দেখার শখ ছিল। এর জন্য অনেক বকাও খেয়েছি কিন্তু খুটিয়ে দেখার আনন্দের কাছে এটা কিছুই ছিল না। এভাবে আস্তে আস্তে টেকনোলজির সাথে খুব ভাল একটা সম্পর্ক গড়ে উঠে আর এই সম্পর্ক থেকে যা পেয়েছি, সেটা দিয়েই পূর্ণ করতে চলেছি টেকজাহাজকে। আশা করি আপনি আমার পাশে থাকবেন।