আমরা অনেকেই আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলটিতে ক্লিন এবং ফ্রেশ এন্টারফেস ব্যবহার করার জন্য গুগলের স্টক রোম ব্যবহার করতে চাই। সেজন্য আমরা অনেকেই গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের আওতাধীন কম বাজেটের ভিতর Xiaomi Mi A2 Lite ডিভাইসটি ব্যবহার করি। কিন্তু দুঃখের বিষয় আমরা এই ডিভাইসটিতে কোনো রেডিও অ্যাপ পাই না। কিন্তু রেডিওতো আমাদের দরকার, কারন ব্যস্ততার মধ্যেও খেলাধুলার খবর আমরা রেডিওতেই বেশি শুনে থাকি। তাই চলুন জেনে নেই কিভাবে আমরা Xiaomi Mi A2 Lite-এ রেডিও অ্যাপ অ্যাকটিভ করতে পারি।
অ্যাকটিভ করার উপায়
Xiaomi Mi A2 Lite-এ রেডিও অ্যাপ অ্যাকটিভ করার জন্য আমাদের ২টি জিনিস দরকার পরবে।
- মোবাইলে ইন্টারনেট কানেকশন(ওয়াইফাই কানেকশন হলে বেশি ভাল হয়)
- পর্যাপ্ত ব্যাটারী চার্জ
উপরের ২টি জিনিস থাকার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনার মোবাইলে অ্যান্ড্রয়েডের ল্যাটেস্ট ভার্সন ৯.০ বা অ্যান্ড্রয়েড পাই আপডেট করাতে হবে। অ্যান্ড্রয়েড পাই আপডেট করার জন্য আপনাকে আপনাকে আপনার মোবাইটির সিস্টেম আপডেট করাতে হবে। মোবাইলটির সিস্টেম আপডেট যেভাবে করবেন সেটা ধারাবাহিকভাবে নিচে আলোচনা করা হলোঃ
- প্রথমে আপনার মোবাইলের সেটিংসে যেতে হবে।
- সেটিংসের একদম নিচে “System”এর ভিতর যেতে হবে।
- সেখানে আপনি “System Update” অপশনটি পেয়ে যাবেন।

সিস্টেম আপডেট করে মোবাইল রিস্টার্ট নেবার পর আপনি “Xiaomi Mi A2 Lite” এ রেডিও অ্যাপটি পেয়ে যাবেন।
বন্ধুরা আমাদের আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের সাপোর্ট করার জন্য আর্টিকেলটি আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিন, ধন্যবাদ :)।
Image Credit: Pexels
Leave a Reply