
কোরিয়ান টেক জায়েন্ট Samsung এর নাম শুনেননি এমন কোনো স্মার্টফোন ব্যবহারকারি খুজে পাওয়া যাবে না বললেই চলে। স্যামসাং স্মার্টফোন বাজারে একের পর এক আকর্ষণীয় ফিচার সম্পন্ন ফোন নিয়ে আসছে। এবার তাদের গ্যালাক্সি M51 বাংলাদেশে লঞ্চ হয়েছে।
গত সেপ্টেম্বরে জার্মানিতে স্যামসাং তাদের এই মিড রেঞ্জ স্মার্টফোনটিকে লঞ্চ করেছিল। এবার তারা এটিকে ভারত-ফিলিপাইনের পাশাপাশি বাংলাদেশেও লঞ্চ করলো। এই ফোনটির বিশেষ ফিচারটি হলো এর সাথে থাকা জায়েন্ট ৭,০০০ mAh ব্যাটারি। তাছাড়া থাকছে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। বাংলাদেশের বাজারে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৪৯৯ টাকা(অফিসিয়াল-৪/৬৪)।
Samsung Galaxy M51 এর ফিচারঃ
ডিসপ্লে-
- ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস, সুপার অ্যামোলেড
- ৬০ হার্জ রিফ্রেশ রেট
- ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজ্যুলেশন
হার্ডওয়্যার ও সফটওয়্যার-
- স্ন্যাপড্রাগন ৭৩০জি
- অ্যাড্রেনো ৬১৮
- অ্যান্ড্রয়েড ১০
- ওয়ান ইউ. আই. ২
মেমোরি-
- ৮ জিবি (র্যাম)
- ১২৮ জিবি (স্টোরেজ)
- সর্বোচ্চ ৫১২ জিবি (ডেডিকেটেড স্লট)
ক্যামেরা-
- ৬৪ + ১২ + ১২ + ৫ মেগাপিক্সেল (রিয়ার)
- ৩২ মেগাপিক্সেল (ফ্রন্ট)
ব্যাটারি-
- ৭,০০০ মিলি অ্যাম্পিয়ার
- ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
আর্টিকেলটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 😊।
Leave a Reply