Newpipe ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য একটি অসাধারন লাইটওয়েট অ্যান্ড্রয়েড অ্যাপ। যাদের মোবাইলটি লো কনফিগারেশনের, তাদের জন্য এটি একটি পারফেক্ট অনটারনেটিভ ইউটিউব অ্যাপ। কেননা অ্যাপটি গুগল প্লে সার্ভিস ব্যবহার না করে, ইউটিউবের মোবাইল ব্রাউজার ভার্সনটি অ্যাপের মাধ্যমে কাজ করে।
এখন আপনার মনে স্বভাতই প্রশ্ন জাগবে, ইউটিউবের ব্রাউজার ভার্সনই যখন দেখাবে, তাহলে অ্যাপটি ব্যবহার করার কি দরকার?
দরকার এই কারনে যে, আপনি ব্রাউজার ভার্সন ব্যবহার করার সাথে সাথে অ্যাপটিতে কিছু পাওয়ারফুল ফিচারও পাবেন।
ফিচার
- ইউটিউবকে ডার্ক মুডে ব্যবহার করতে পারব।
- যেকোন ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারব(অবশ্যই অডিও আর ভিডিও আকারে এবং ডাউনলোড ভিডিওগুলো আমরা গ্যালারিতেও দেখতে পাব।
- ইউটিউবের ভিডিও গানগুলোকে ব্যাকরাউন্ডে অডিও আকারে প্লে করতে পারব।
- ইউটিউবের ভিডিওগুলোকে পপআপ আকারেও প্লে করতে পারব।
Newpipe ডাউনলোড ( Download)
অ্যাপটি যেহেতু গুগল প্লেস্টোরে নেই, তাই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করার জন্য আমাদেরকে সেটিংস থেকে “Unknown Source” এনাবল করে দিতে হবে।
ব্যবহারবিধি(ভিডিও)
Newpipe অ্যাপটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এরকম আরও অ্যাপ সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। আমাদের সাপোর্ট করার জন্য আর্টিকেলটি শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল ‘TechJahaj‘ কে সাবস্ক্রাইব করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ossam bro. apnar youtube chanel ti r ey website tio onek sundor. nc bro
ধন্যবাদ ভাই। আশা করি, আগামীতে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। শুধু আমাদের সাথেই থাকুন
ami ata kotha thake download korbo
নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে।
Bhai download link koi dan
ভাই উপরে তো ডাউনলোড বাটন দেওয়াই আছে।
আচ্ছা আমি এখানে দিচ্ছি:https://www.apkmirror.com/apk/thescrabi/newpipe-github/newpipe-github-0-20-2-release/newpipe-github-version-0-20-2-android-apk-download/download/
শূভ নববর্ষ ২০২১
আপনাকেও শুব নববর্ষের শুভেচ্ছা