বিভিন্ন কাজে আমাদের মোবাইল বা কম্পিউটারের আইপি ও ম্যাক অ্যাড্রেস জানার প্রয়োজন হয়। এজন্য আর্টিকেলটিতে কিভাবে কম্পিউটার এবং মোবাইলের আইপি ও ম্যাক অ্যাড্রেস জানা যায় সেটাই শেয়ার করা হয়েছে।
ইন্টারনেটের সাথে কানেক্ট না থাকলে আপনি মোবাইল বা কম্পিউটার কোনোটাতেই আইপি এবং ম্যাক অ্যাড্রেস দেখতে পাবেন না।
উইন্ডোজ কম্পিউটার
- প্রথমে আপনাকে উইন্ডোজের Start এ ক্লিক করে Search বারে CMD লিখে সার্চ করতে হবে এবং CMD কে “Run As Administrator” হিসেবে ওপেন করতে হবে।

- CMD ওপেন হবার পর সেখানে ipconfig/all লিখে কি-বোর্ড থেকে Enter বাটন চাপলে সেখানে অনেক লেখা আসবে।
- সেখানের physical address এর সামনে যেটা লেখা থাকবে সেটাই মূলত কম্পিউটারের ম্যাক অ্যাড্র্রেস।
- আর IPv4 এর সামনে যেটা লেখা থাকবে সেটাই মূলত কম্পিউটারের আইপি অ্যাড্রেস।

অ্যান্ড্রযেড মোবাইল
প্রথমে অ্যাড্রয়েডের সেটিংসে যেতে হবে। সেখান থেকে About Phone/ Device এ গেলেই আপনি পেয়ে যাবেন আইপি ও ম্যাক অ্যাড্রেস। কিছু কিছু মোবাইলে About Phone/ Device এ যাবার পর আরেকটি অপশন Status এ গেলে আইপি এবং ম্যাক অ্যাড্রেস পাওয়া যায়।
আমরা এখন আর্টিকেলটির একদম শেষ প্রান্তে। আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আমাদের সাপোর্ট করার জন্য আর্টিকেলটি শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল ‘TechJahaj‘ কে সাবস্ক্রাইব করুন। টেকজাহাজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার মোবাইলের ম্যাক এড্রেস নিজে নিজেই পরিবর্তন হয়ে যায়, যার কারণে ভীষণ সমস্যায় আছি।
রাউটারে ম্যাক ফিল্টারিং-এ নিজের ম্যাক এড্রেস এ্যাড করে নেট ইউজ করি, কিন্তু মোবাইলের ওয়াইফাই অফ করে অন করলে মোবাইলের ম্যাক এড্রেস চেঞ্জ হয়ে যায়। এতে নিজের রাউটার নিজেই ব্যবহার করতে পারি না। সেজন্য বারবার রাউটার রিস্টার্ট করতে হয়। আর বারবার রাউটার কনফিগার করার ঝামেলায় ওয়ারলেস ম্যাক ফিল্টারিং অপশন ব্যবহার করার সুযোগ হয় না, যা আমার জন্যে খুব দরকারি।
দয়া করে যদি কোনো উপায় বলতেন, কিভাবে ম্যাক এড্রেস চেঞ্জহওয়া বন্ধ করা যায়, তাহলে খুবই উপকৃত হতাম।